নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যকার ম্যাচ দিয়ে বুধবার শেষ হয়েছে নারী প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব। বৃহস্পতিবার শুরু হয়েছে মধ্যবর্তী দলবদল। চলবে ১৬ জুন পর্যন্ত।
৮ দলের এই লিগে সাত ম্যাচের সবকটিতে জয় পেয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বসুন্ধরা কিংস। কেবল কিংসের কাছে এক ম্যাচ হারা লিগের নতুন দল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। প্রথম পর্বে ২৮ ম্যাচে গোল হয়েছে ১৫৩টি। এর মধ্যে বসুন্ধরা কিংসের মেয়েরাই করেছে ৬৬ গোল। ৭ ম্যাচে তারা একটি মাত্র গোল হজম করেছে। প্রথম পর্ব শেষে ১৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে বসুন্ধরা কিংসের কৃষ্ণা রানী সরকার। জাতীয় দলের ও কিংসের অধিনায়ক সাবিনা খাতুনের গোল ১০ টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।