মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক তরুণীকে। দুইদিন পর তার অপারেশন করা হয়। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে চার ডাক্তারের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন ওই নারী। এর কয়েকদিন পর তার মৃত্যু হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ওই তরুণীর ভাই জানিয়েছে, চিকিৎসার জন্য তার বোনকে গত ২৯ মে হাসপাতালে ভর্তি করা হয়। এর দুইদিন পর তার বোনের অপারেশন করা হয়। এরপর অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর আমার বোনের কথা বলার মতো অবস্থা ছিল না। সে আমার কাছে কাগজ ও কলম চায়। আমি তাকে কাগজ-কলম দিলে সে আকারে ইঙ্গিতে জানায় চারজন ডাক্তার তার সঙ্গে খারাপ কাজ করেছে। হাতের ইশারায় জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। আমি তার চিঠি ছড়িয়ে দিয়ে মামলা দায়ের করতে মানুষের সাহায্য চাই।
গত মঙ্গলবার (৮ জুন) মৃত্যু হয় ওই তরুণীর। এ ঘটনার এক সপ্তাহ পর গত ৩ জুন একটি এফআইআর দায়ের করেন ভুক্তভোগী তরুণীর ভাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের তদন্তে তারা এমন কোনও ঘটনার খোঁজ পায়নি। এদিকে এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী ওই নারী স্বরূপ রাণী নেহরু হাসপাতালে চিকিৎসার সময় মারা গেছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।