নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাম হাতে ব্যথা পেয়ে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার সোহেল রানা। যে ইনজুরি তাকে বাছাই পর্ব থেকেই ছিটকে দিয়েছে। ব্যথা পাওয়ার পর সোহেলকে দোহার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে চার সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেন। তাই পরের দু’ম্যাচ (ভারত ও ওমান) থেকে ছিটকে যান সোহেল। যে কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিপর্যয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে দর্শক হয়েই দেখেছেন ঢাকা আবাহনীর এই মিডফিল্ডার।
ইনজুরি আর ভাঙা মন নিয়েই বুধবার কাতারের দোহা থেকে ঢাকায় ফিরে এসেছেন সোহেল রানা। এদিন সকাল ৯টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এখন দেশে টেলিভিশনের সামনে বসেই ওমানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ দেখতে হবে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।