Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমানের বিপক্ষে কে ধরবেন বাংলাদেশের হাল?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৭:৫২ পিএম

অধিনায়ক জামাল ভূঁইয়াসহ তিনজন কার্ড সমস্যায় খেলতে পারবেন না। এছাড়া ইনজুরি আক্রান্ত হয়ে একজন দল থেকে ছিটকে পড়েছেন আগেই, আরেকজনের না খেলার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে বাংলাদেশ দলের সেরা একাদশের পাঁচ ফুটবলারই নেই। তাহলে কে ধরবেন বাংলাদেশের হাল? ওমান ম্যাচে কি হবে লাল-সবুজদের?এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার ভাজ বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডের কপালে। কিন্তু তারপরও তিনি হতাশ নন। বুধবার জেমি বলেন, ‘পাঁচজন নেই তো কি হয়েছে? সেরা একাদশের খেলোয়াড় ছাড়া নেপালে খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। যদিও ওমানের মতো দলের বিপক্ষে খেলা কঠিন হবে।’

বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশ দলের সেরা একাদশের তিন ফুটবলার সাসপেনশনের জন্য মাঠের বাইরে থাকবেন। অধিনায়ক ও মিডফিল্ডার জামাল ভূঁইয়া, মিডফিল্ডার বিপলু আহমেদ ও ডিফেন্ডার রহমত মিয়া- এই তিনজন দুটি করে হলুদ কার্ড পাওয়ায় ওমানের বিপক্ষে খেলতে পারবেন না। তিনজনই ভারত ম্যাচে কার্ড দেখেছেন। ফলে আলাদা দুই ম্যাচে দু’টি হলুদ কার্ডের সুবাদে ওমান ম্যাচে খেলতে পারবেন না তারা। ইনজুরিতে পড়ে না খেলার সম্ভাবনা রয়েছে মিডফিল্ডার মাসুক মিয়া জনির। ফলে ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের একাদশ থেকে চারটি পরিবর্তন আসছে ওমান ম্যাচে। এছাড়া আগেই ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন তারকা মিডফিল্ডার সোহেল রানা। শক্তি কমে যাওয়ায় এখন অনেকটাই নড়বড়ে বাংলাদেশ দল। ওমানের বিপক্ষে দলের অধিনায়কত্ব কে পাচ্ছেন, এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। নেপালে সোহেল রানা অধিনায়কত্ব করেছিলেন। এখন তিনি ইনজুরিতে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘সাসপেনশনের জন্য ওমানের বিপক্ষে জামাল থাকছেন না এটা নিশ্চিত। জাতীয় দল কমিটি কোচ জেমির সঙ্গে আলোচনা করে পরের ম্যাচের জন্য অধিনায়ক ঠিক করবে।’ তবে বিশ্বস্ত সূত্র জানায়, আফগানিস্তান ম্যাচে গোল করা তপু বর্মণই ওমান ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। কারণ ঘরোয়া আসরের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অধিনায়ক তিনি।

এদিকে ভারত ম্যাচে হেরে দারুণ হতাশ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আফগানিস্তানের বিপক্ষে জয়তুল্য ড্র করায় আশায় বুক বেঁধেছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। হয়তো পরের ম্যাচে ভারতের বিপক্ষে আরো ভাল করতে পারবেন জামালরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ভারতীয়দের আটকে রাখলেও শেষ রক্ষা হয়নি লাল-সবুজদের। তাই ওই ম্যাচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন জামাল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রত্যাশিত ফলাফল ও নৈপুণ্য অর্জিত না হওয়ায় আমরা সবাই হতাশ। আমরা চাইলে সমালোচনা করতে পারি- ম্যাচে কি উচিত হয়নি আমাদের। এটাই স্বাভাবিক যখন প্রতিপক্ষ আচমকাই ৭৯ মিনিটে গোল দিয়ে বসে। যা খুব হতাশার। তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে, এবং এটাই জীবন।’ জামাল আরো লিখেন, ‘আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালবাসি, যা আমার ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয় কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই, ইনশাআল্লাহ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ