প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও রাশেদ মামুন অপু। নাটকটিতে অপূর্বকে দেখা যাবে গায়কের চরিত্রে। অপরদিকে অপুকে দেখা যাবে নেতার চরিত্রে। তাদের এই নতুন নাটকের নাম ‘শোকসভা’। ইশতিয়াক অয়নের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।
পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আমরা যদি নিজেদের শোকসভা দেখতে পারতাম তাহলে দেখা যেত কে, কী আমাদেরকে নিয়ে কী ধরনের কথা বলে। শোকসভায় আমাদের নিয়ে যারা প্রশংসা করে তাদের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক অনেক সময়ই ভালো থাকে না। বাস্তব জীবনে কেমন সম্পর্ক থাকে আর শোকসভায় গিয়ে মানুষ যে ধরনের সম্পর্কের কথা বলে সেই বিষয়টায় এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
গত ১লা জুন থেকে ৩ জুন পর্যন্ত রাজধানীর উত্তরা, মিরপুর ডিওএইচএস, রাজধানী উচ্চ বিদ্যালয় মিলনায়তন সহ বেশকিছু স্পটে নাটকটির টানা শুটিং হয়েছে।
‘শোকসভা’য় অপূর্ব ও রাশেদ মামুন অপু ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন চলতি প্রজন্মের জনপ্রিয় নাট্য অভিনেত্রী তাসনিয়া ফারিন, মৌসুমী, ফরহাদ লিমন প্রমুখ।
পরিচালক আরো জানান, নাটকটিতে অভিনেতা অপূর্বকে দেখা যাবে একজন গায়ক হিসেবে, রাশেদ মামুন অপু অভিনয় করেছেন মিউজিক ইন্ডাস্ট্রির নেতা হিসেবে, তাসনিয়া ফারিনকে দেখা যাবে অপূর্বর প্রেমিকা হিসেবে, শোকসভার উপস্থাপকের ভূমিকায় থাকবেন মৌসুমী। এছাড়াও ফরহাদ লিমনসহ আরো অনেককে দেখা যাবে।
জানা গেছে, আসন্ন কোরবানীর ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর ইউটিউবে অবমুক্ত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।