নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফিফার নিষেধাজ্ঞায় পড়লো ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব ইস্ট বেঙ্গল এবং কেরালা বøাস্টার্স। এক বিবৃতিতে নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে আজ থেকে শুরু হতে যাওয়া দলবদলে অংশ নিতে পারবে না ক্লাব দুইটি।
ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে বেতন ভাতা না দেওয়ার অভিযোগ করেছে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবল জনি আকোস্তা। এ শুনানির কারণেই নিষেধাজ্ঞায় পড়েছে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল। এছাড়াও দলটিতে খেলা আরও নয় ফুটবলার ভারতীয় ফুটবলার সে দেশের ফুটবল ফেডারেশনে বেতন ভাতা না দেওয়ার অভিযোগ করেছে। এ অভিযোগ প্রমানিত ক্লাবটি আরও বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে।
ক্লাবের মালিকানা নিয়ে ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্ট কোম্পানির মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্ব›দ্ব চলছে। তাতে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের বেতন ভাতা পরে গিয়েছিল বাকি। এছাড়াও ২০২০ সালে ইস্ট বেঙ্গল ক্লাবের মালিকানা নেওয়ার সময় এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে সকল অর্থ পরিশোধ করবে জানিয়ে মুচলেকা দিয়েছিল শ্রী সিমেন্ট কোম্পানি। এর পরও দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা থাকায় বিনিয়োগকারী সংস্থাটি কোনো অর্থকড়ি দেয়নি। তাতেই এই অচলাবস্থা।
আই লিগের আরেক ক্লাব কেরালা বøাস্টার্সের বিপক্ষেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেøাভাকিয়ার ফুটবলার মাতেই পোপলাতনিকের বেতন ভাতা পরিশোধ না করায় নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। কেরালা বøাস্টার্স কতৃপক্ষ নিষেধাজ্ঞা এড়াতে পোপলাতনিকের সাথে যোগাযোগ করছে। ফিফার নিয়মানুযায়ী বেতন পরিশোধ করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।