Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনের সুযোগে নোয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ৪:৪৪ পিএম

’কারো পৌষ মাস, আর কারো সর্বনাশ’ লকডাউনের সূযোগ নিয়ে নোয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। চাল, ডাল, আটা থেকে শুরু করে মাছ, মাংস, তরিতরকারী, শাকসবজীসহ প্রতিটি আইটেমে কেজিপ্রতি গড়ে ১০ থেকে ১৫টাকা বৃদ্ধি পেয়েছে।

৩৫ টাকা কেজির পিঁয়াজ ৬০/৬৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশী মোটা চাল ৪২/৪৩ টাকার স্থলে কেজি ৫০/৫২ টাকায় বিক্রি হচ্ছে। গরুর গোস্ত ৫৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন কেজি ৬৫০টাকা বিক্রি হচ্ছে।

এভাবে প্রতিটি আইটেমের মূল্য বৃদ্ধি করেছে স্থানাীয় ব্যবসায়ীরা। নোয়াখালীতে আজ চতুর্থ দিনের বিশেষ লকডাউন চলছে। আর এ সূযোগে অসাধু ব্যবসায়ীদের পোয়াবারো। উল্লেখ্য, লকডাউনের মধ্যে মালামালবাহী যানবাহন চলাচল করছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা পণ্য সরবরাহ সংকট দেখিয়ে ইচ্ছেমত মূল্য বৃদ্ধি করছে। আর এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূল্যবৃদ্ধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ