Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাগুরায় শনিবার সকালে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সীমিত বাস ছেড়ে গেছে

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ৪:১৭ পিএম

শুক্রবার মধ্যরাত থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে সরকার। জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধিতে মাগুরার পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস ও যাত্রীর সংখ্যা তুলনামূলক কমেছে। নতুন ভাড়া নির্ধারিত না হওয়ায় বিভিন্ন কোম্পানি সীমিত পরিমাণে বাস চালাচ্ছে। আর কিছু পরিবহন ইতিমধ্যে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়ে বাস চালাচ্ছে। আকস্মিক বাড়তি ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। শনিবার বেলা ১০ টায় সরেজমিন দেখা গেছে, কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস ও যাত্রীর সংখ্যা অনেক কম। ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসের কাউন্টার থেকে সীমিত পরিমাণে গাড়ি ছাড়ছে। কয়েকটি কোম্পানি যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়ে পরিবহন চালু রাখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ