মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে যেতে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে যে অভিবাসনপ্রত্যাশীর ঢল নেমেছিল, তার মধ্যে গুয়াতেমালার নাগরিকেরাও ছিলেন। এবার সেখানে সফরে যেয়ে দেশটির নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যেতে নিষেধ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে গেছেন কমলা। এ সফরের অংশ হিসেবে গত সোমবার তিনি গুয়াতেমালায় যান। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামত্তেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। গুয়াতেমালার নাগরিকদের উদ্দেশে কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের যাওয়ার যে যাত্রাপথ, তা বিপজ্জনক। এতে মানব পাচারকারীদেরই শুধু লাভ হয়। দেশটির জনগণকে সতর্ক করে তিনি বলেন, অবৈধভাবে সেখানে গেলে সীমান্তে থেকে ফেরত পাঠানো হতে পারে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের যে ভিড়, তা নিয়ন্ত্রণে আনতে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর কমলার এই সফর। কমলা বলেছেন, আর্থিক সংকট, দুর্নীতিসহ সীমান্ত সংকটের মূলে যা রয়েছে, তা খুঁজে বের করা এবং এর সমাধান করা তার দায়িত্ব। তার দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, তথ্য সংগ্রহের জন্য কমলা এ সফরে গেছেন।
এ সফরে গুয়াতেমালার প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন কমলা হ্যারিস। এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসবেন না, আসবেন না। আমাদের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার আইন প্রয়োগ করবে।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি আমাদের দেশের সীমান্তে যান, তবে আপনাকে ফিরিয়ে দেয়া হবে।’ এ ছাড়া দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে গুয়াতেমালার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।