নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চলমান নারী ফুটবল লিগে বেশ দাপটের সঙ্গেই খেলছে নতুন দল এফসি ব্রাহ্মণবাড়িয়া। এই দলে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাইনু মারমা, স্ট্রাইকার অম্রাচিং মারমা এবং মুনমুন আক্তার। এছাড়াও বয়সভিত্তিক জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় রয়েছেন দলটিতে। এই ক্লাবের তিন তারকা খেলোয়াড় মাইনু, অম্রাচিং ও মুনমুন ফুটবল ছাড়া অন্য ডিসিপ্লিনে খেলে থাকেন। এই তিনজন গত এপ্রিলে শেষ হওয়া বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে তায়কোয়ান্ডো এবং রাগবি ডিসিপ্লিনে খেলে সেরা সাফল্য পেয়েছেন। মাইনু মারমা তায়কোয়ান্ডোতে ২টি স্বর্ণপদক, অম্রাচিং মারমা ও মুনমুন আক্তার রাগবিতে স্বর্ণপদক একটি করে সোনা জিতেছেন। তাদের এমন সাফল্যে গর্বিত এফসি ব্রাহ্মণবাড়িয়া। যে কারণে ক্লাবটি তাদের তিন খেলোয়াড় মাইনু, অম্রাচিং ও মুনমুনকে ৬ জুন রোববার সংবর্ধনা দিয়েছে। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর এক সংবর্ধনা অনুষ্ঠানে মাইনু, অম্রাচিং ও মুনমুনকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মাইনু মারমাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন এবং দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন এফসি ব্রাহ্মণবাড়িয়া সহ-সভাপতি খাঁন মোহাম্মদ মোজাম্মেল হক মিঠু, আল আমিন রেজা, দলের ম্যানেজার মো. মাসুম, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, দফতর সম্পাদক ফরহাদ ইসলাম, প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান, সদস্য হাসান, ডা. আল আমিন বিশ্বাস, আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস, ডা. মাহবুব আলম অপু, মিডিয়া ম্যানেজার সজিব সরকার, মোহন রায়, কোচিং স্টাফ, খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল বারী মানিক। সম্মাননাপ্রাপ্ত ৩ খেলোয়াড় নিজেদের অর্জন এবং সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে অভিব্যক্তি প্রকাশ করে এফসি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনকে স্বাগত জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।