Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুব ধীরে ফারুকের শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০২ এএম

একপ্রকার জীবনের সাথে যুদ্ধ করছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক। তিন মাসের বেশি সময় ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। এই তিন মাসের মধ্যে বেশিরভাগ সময় তাকে আইসিইউতে কাটাতে হয়েছে। এর মধ্যে দশ-বার দিন কেবিনে ছিলেন। সেখানে ফারুকের সাথে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। সিঙ্গাপুর থেকে তিনি ফারুকের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার শারিরীক অবস্থা খুব ধীরগতিতে উন্নতি হচ্ছে। রক্তে ইনফেকশন, মস্তিষ্কে সমস্যা রয়েছে। চিকিৎসকরা বলেছেন, এই সমস্যা ঠিক হয়ে যাবে প্রাকৃতিকভাবেই। তবে একটু সময় লাগবে। ফারহানা পাঠান বলেন, আমি যেন ফারুককে নিয়ে ঢাকায় ফিরতে পারি এবং তার শারীরিক অবস্থা যেন আরও ভালোর দিকে যায়, এজন্য সবার কাছে সেই দোয়া চাই। উল্লেখ্য, ফারুক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন মাস আগে সিঙ্গাপুরে যান। সেখানে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারুক

১১ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ