Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেল আবিবে বড় ধরনের হামলার হুমকি হামাসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০২ এএম

পবিত্র মসজিদুল আকসায় আবারও হামলা হলে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে বড় ধরনের আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। রোববার ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জেরুজালেমে বায়তুল মুকাদ্দাস শহরে উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার যে উসকানিম‚লক ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, যদি মসজিদুল আকসায় আবার হামলা চালায় তাহলে আমরাও আগের অবস্থানে ফিরে যাব। এ ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এর আগে ইসরাইলের উগ্র সংগঠনগুলো বায়তুল মুকাদ্দাসে সব ইহুদিবাদীকে বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেওয়ার আহবান জানিয়েছে। ইরানের গণমাধ্যম জানায়, এমন ঘটনাকে মারাত্মক উসকানিম‚লক পদক্ষেপ হিসেবে গণ্য করছে ফিলিস্তিনিরা। সাফা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ