Inqilab Logo

শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইসরাইলের সাবমেরিন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিল হামাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১১:০৫ এএম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত সাবমেরিন অভিযান ব্যর্থ হয়ে গেছে।

হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড বলেছে, তারা দখলদার ইসরাইলের একটি সাবমেরিন থেকে বিশেষ যন্ত্রপাতি সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এর ফলে ইসরাইলের নৃশংস পরিকল্পনা ভেস্তে গেছে।

হামাসের ঐ ব্রিগেড আরও বলেছে, দখলদার বাহিনী ডলফিন ক্লাসের একটি সাবমেরিনে এমন সব যন্ত্রপাতি বসিয়েছিল যা দিয়ে হামাসের নৌ শাখার সদস্যদের হত্যা করা যেতো। কিন্তু দখলদারদের জল অভিযান সফল হওয়ার আগেই হামাসের সদস্যরা সাবমেরিনটির পথ আটকে মারণাস্ত্রগুলো সরিয়ে নিয়েছে।

হামাস জানিয়েছে, দখলদার ইসরাইল এখন সাগরে সাবমেরিনের সাহায্যে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং হামাসের নৌ সদস্যদের হত্যার চেষ্টা চালাচ্ছে। সাবমেরিনে বিশেষ যন্ত্র বসিয়ে এই লক্ষ্য হাসিলের চেষ্টা করছে ঘাতকেরা।

হামাস ২০১৫ সালেও একবার ইসরাইলের ডলফিন ক্লাসের সাবমেরিন আটকে দিতে সক্ষম হয়েছিল। ইসরাইল বহু বছর ধরেই ডলফিন ক্লাসের সাবমেরিন ব্যবহার করে আসছে।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Saddad Hossain ১৪ জানুয়ারি, ২০২২, ৩:৩৪ পিএম says : 0
    Good action
    Total Reply(0) Reply
  • Md Mirajul Islam Miraj ১৪ জানুয়ারি, ২০২২, ৩:৩৪ পিএম says : 0
    alhamdulillah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ