Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে সমঝোতা হামাস-ফাতাহর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

পনের বছরের বৈরিতার অবসান ঘটিয়ে এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনের দুই প্রভাবশালী গোষ্ঠী ফাতাহ ও হামাস। আলজেরিয়ার মধ্যস্থতায় কয়েক মাসের আলোচনা শেষে বৃহস্পতিবার আলজিয়ার্সে তারা এ নিয়ে এক চুক্তিতে স্বাক্ষরও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট ও ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটানোর উদ্দেশ্যে এই চুক্তিটি হয়েছে। দুই পক্ষের এই দ্বন্দ্ব গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরের শাসনব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার আকাক্সক্ষায় বাগড়া দিচ্ছে। চুক্তি হলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। নির্বাচন আয়োজনে রাজি হলেও ঐক্যের সরকার গঠন নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনে সমঝোতা হামাস-ফাতাহর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ