বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পূর্ব অফিস পাড়া গ্রামে পাহাড় ধসে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ৬ জুন (রবিবার) সন্ধ্যা ৬ টার সময় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, শিশুটি কালারমারছড়া ইউনিয়নের পূর্ব অফিস পাড়া গ্রামের মোঃ শাহ জাহানের মেয়ে জাইয়েন সুলতানা সুমাইয়া। তার বয়স সাড়ে ৩ বছর, ১ ভাই ও ১ বোনের মধ্যে সুমাইয়া ২য়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সুমাইয়া আসরের পরে উঠানে খেলছিল, খেলতে খেলতে সবার অগোচরে পাহাড়ের পাশে চলে যায়। সন্ধা হয়ে যাওয়ার পরেও যখন ঘরে ফিরছেনা; তখন তার মা তাকে খোঁজতে বের হয়। বাড়ির ৫০গজ দূরে দেখা যায় পাহাড়ের এক পাশ ধ্বসে গেছে। খোঁজে না পেয়ে সবার মনে যখন সন্দেহ জাগে, তখন সন্দেহজনক স্থানে ১ঘন্টা মাটি খুঁড়ে পরে মৃত্যু অবস্থায় শিশু সুমাইয়াকে পাওয়া যায়।
এ বিষয়ে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ শোক প্রকাশ করে বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পরিষদের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে। তিনি পাহাড়ে বসবাসরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।