Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বজ্রপাতে দুইজন নিহত, আহত তিন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১০:৩৯ পিএম

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারী-পুরুষসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

রবিবার (৬ জুন) সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া ও তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হরিণখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিণখোলা গ্রামের আশুতোষ মন্ডলের ছেলে কিশোর মন্ডল (৩৮) ও চৌবাড়িয়া গ্রামের বজলুর রহমানের মেয়ে রাবেয়া খাতুন (২০)। আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, কিশোর মন্ডল সন্ধ্যার আগে ঘের থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ঝড় ‍বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময় ওই এলাকায় অবস্থান করা আরো তিনজন আহত হয়েছেন।

অপরদিকে, বিকেলে আসরের নামাজ আদায়ের জন্য রাবেয়া খাতুন বাড়ির টিউবওয়েলে ওযু করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ