Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধিপত্য ধরে রাখল সউদী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৩ এএম

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের আধিপত্য ধরে রাখল সউদী আরব। গতপরশু কিং সউদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ইয়েমেনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। এ জয়ের ফলে গ্রæপ ‘ডি’-তে নিজেদের অবস্থান আরও সুসংহত করল মধ্যপ্রাচ্যের এ দেশটি।

ম্যাচ শুরু বাঁশি বাজার সাথে সাথেই ইয়েমেনের উপর চড়াও হয় সউদী। মাত্র চতুর্থ মিনিটেই সেলিম আল দাওসারির গোলে লিড নেয় তারা। এরপর ম্যাচের ১৭ মিনিটে ফাহাদ আল মুয়ালাদের গোলে ব্যবধান বাড়ায় দলটি। ৩২তম মিনিটে ফাহাদের জোড়া গোলে ৩-০ ব্যবধানের লিড নেয় সউদী।

প্রথমার্ধ ৩-০ ব্যবধানের লিডেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় সমান ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। পুরো ম্যাচে ৭৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে সউদী। চলতি মাসের ১২ তারিখে নিজেদের পরের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে সউদী। একই দিন উজবেকিস্তানের বিপক্ষে খেলবে ইয়েমেন। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সউদী।

এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নেিয় উজবেকিস্তান আছে দুইয়ে। তিনে থাকা ফিলিস্তিনের সংগ্রহ ৭ পয়েন্ট। তবে তারা ম্যাচ খেলেছে ৭টি। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর চারে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে ইয়েমেন। একই রাতে ফ্রেন্ডলি ম্যাচে মন্টিনিগ্রোকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইসরাইল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ