Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউরোর মঞ্চে যাদের খুঁজে ফিরবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৩ এএম

দুয়ারে কড়া নাড়ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আর মাত্র সপ্তাহখানেক (১১ জুন) পরই মাঠে গড়াবে জমজমাট এই আসর। যেখানে দেখা যাবে এক ঝাঁক তারকা ফুটবলারদের। আগামী একমাস ধরে ইউরোপ সেরা লড়াইয়ের সাক্ষী থাকার প্রহর গুণছেন ফুটবল অনুরাগীরা।
তবে এতসব তারকার ভিড়েও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খুঁজে ফিরবে বেশ কিছু তারকা ফুটবলারকে। নানা কারণে এবার ইউরোয় অংশ নেওয়া হচ্ছে না তাদের। আসুন দেখে নিই এমনই ৫ তারকাকে, যাদের এবারের ইউরোয় মিস করতে চলেছেন ভক্তরা।

১. সার্জিও রামোস (স্পেন)
স্পেন ও রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার এবার থাকছেন না ইউরো চ্যাম্পিয়নশিপে। স্পেনের এবারের ইউরো স্কোয়াডে তাকে দলে নেননি দলটির কোচ লুইস এনরিকে। ২০০৪ পর দেশের অন্যতম সফল এই ডিফেন্ডারকে ছাড়া বড় আসরে নামছে স্পেন।
২০০৮ এবং ২০১২ ইউরো, ২০১০ বিশ্বজয়ী স্পেন দলকে রক্ষণে ভরসা জোগানো এই রিয়াল মাদ্রিদ তারকাকে ছাড়া কেমন খেলে স্পেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা। চলতি বছরের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন রামোস। ফিটনেসের দোহাই দিয়েই তাকে বাদ দিয়েছেন এনরিকে।

২. আর্লিং হ্যালান্ড (নরওয়ে)
বয়স খুব বেশি নয়। মাত্র ২০। তবে এর মধ্যেই তারকা খ্যাতি পেয়ে গেছেন হ্যাল্যান্ড। তার গোল করার ক্ষমতা ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে তাকে তারকা বানিয়েছে। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এই তরুণ নরওয়ে স্ট্রাইকারকে পেতে লড়ছে একাধিক বড় বড় ক্লাব।
কিন্তু ক্লাব ফুটবলে ইতোমধ্যেই নিজেকে তারকা প্রমাণ করা হ্যালান্ডের এবারের ইউরোতে খেলা হচ্ছে না। কারণ তার দেশ নরওয়ে ইউরোর মূলপর্বে জায়গা করে নিতে পারেনি।

৩. জøাতান ইব্রাহিমোভিচ (সুইডেন)
এসি মিলানের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছিলেন ইব্রাহিমোভিচ। আশা ছিল ইউরোতেও সুইডেনের হয়ে ভালো কিছু করবেন। কিন্তু মৌসুমের একেবারে শেষদিকে এসে হাঁটুতে গুরুতর চোট পান এই তারকা স্ট্রাইকার। আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নিলেও ইউরো খেলবেন বলেই গত মার্চে অবসর ভেঙেছিলেন ৩৯ বছরের সুইডিশ কিংবদন্তি।

৪. ভার্জিল ভ্যান ডাইক (নেদারল্যান্ডস)
লিভারপুলের অন্যতম কাÐারি তিনি। ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগে সাফল্যে গুরুত্বপূর্ণ ভ‚মিকা ছিল নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। কিন্তু গত অক্টোবরে গোড়ালিতে চোট পাওয়ার পর ২০২০-২১ মৌসুমের বাকি সময়টা মাঠের বাইরেই কাটাতে হয় ভ্যান ডাইককে। ইউরোর জন্য সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন জাতীয় দলের এই অধিনায়ক।

৫. টের স্টেগান (জার্মানি)
একাদশে সুযোগ খুব একটা পান না। কারণ গোলরক্ষকের ভ‚মিকায় জার্মানদের পছন্দ ম্যানুয়েল ন্যুয়ার। তবুও টের স্টেগান কম বড় তারকা নন। বার্সেলোনার গোলবার যে তিনিই সামলান। ক্লাব মৌসুমের শেষদিকে এসে চোটের কারণে ইউরো খেলা হচ্ছে না তার।
মে মাসে সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচের পর হাঁটুর চোটে কাবু বার্সেলোনা গোলরক্ষক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। একইসঙ্গে ইউরো ২০২০ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ