Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাচসাস-এর সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য আহবান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৭ এএম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নতুন সদস্য আহবান করেছে। পাশাপাশি সদস্যদের ২০২০-২০২১ দুই বছরের চাঁদা ২৪০ টাকা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করার আহবান জানিয়েছে সংগঠনটি। বাচসাসের সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুলকে আহবায়ক করে সহ-সভাপতি সৈকত সালাউদ্দিন, অর্থ সম্পাদক মঈন আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন, কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল খোকনসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যারা সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় জড়িত তারা আবেদন করার সুযোগ পাবেন। বিশেষ করে যারা প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক রিপোর্টিং করেন তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। আগ্রহীরা আগামী ১০ জুনের মধ্যে ২০০ টাকা মূল্যের ফরম সংগ্রহ করে, ফরম পুরণ করে ৫০০ (পাঁচশ) টাকা ও দুই বছরের চাঁদা ২৪০ টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুলের (মোবাইল: ০১৭১১৯৯১৩২২) কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। চাঁদা প্রদানের শেষ তারিখ ১০ জুন। অর্থ সম্পাদক মঈন আব্দুল্লাহর বিকাশ নাম্বারে চাঁদা পরিশোধ করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাচসাস

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ