Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী দুই বছর বাচসাসের নেতৃত্ব দেবেন ফাল্গুনী হামিদ ও কামরুজ্জামনা বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৪:৩৭ পিএম | আপডেট : ৫:৪৮ পিএম, ২৭ জুলাই, ২০১৯

গতকাল শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ঐতিহ্যবাহী এই সংগঠনটির নেতৃত্বে এসেছেন তরুণ এবং প্রবীন মিলে এক ঝাঁক সাংবাদিক। এ নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ফাল্গুনী হামিদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে জল লাভ করেছেন কামরুজ্জামান বাবু। সংগঠনটির সাধারণ সদস্যরা আগামী দুই বছরের জন্য সকল বিনোদন সাংবাদিক এবং তাদের এই সংগঠনটির ভালো মন্দ দেখভাল করার দায়িত দিলেন তাদের কাঁধে।

সভাপতি ফাল্গুনী হামিদ ৩৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর কামরুজ্জামান বাবু জয়ী হয়েছেন ১৬১ ভোট পেয়ে। ফাল্গুনী হামিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী কাজী ফারুখ বাবুল পেয়েছেন ৮৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সতন্ত্র প্রার্থী শপথ চৌধুরী মাত্র দুই ভোটে পরাজিত হয়েছেন কামরুজ্জামান বাবুর কাছে। অর্থাৎ শপথ চৌধুরী পেয়েছেন ১৫৯ ভোট।
সহ-সভাপতি পদে বাদল আহমেদ ২৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছে। একই পদে সৈকত সালাউদ্দিন ২২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ২৫৭ ভোট পেয়ে রিমন মাহফুজ জয়লাভ করেছেন। অর্থ সম্পাদক পদে মঈদ আবদুল্লাহ ২৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২৫৯ ভোট পেয়ে জয় লাভ করেছেন তরুণ এবং এবারের নির্বাচনের কনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী রাহাত সাইফুল। শুধু কনিষ্ঠই নন, বাচসাসের ইতিহাসে এতো কম বয়সে এই প্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে জয় লাভ করে নতুন একটি ইতিহাস রচিত করলেন রাহাত সাইফুল। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হিসেবে ২৬১ ভোট পেয়ে শফিকুল আলম মিলন জয়ী হয়েছেন। ২৩০ ভোট পেয়ে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন মুজাহিদ সামিউল্লাহ। বাচসাসের ইতিহাসে সমাজকল্যান ও মহিলা বিষয়ক সম্পাদক পদে আরেক তরুণী শ্রাবনী হালদার ২৯৫ ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু সুফিয়ান রতন জয় লাভ করেছেন ২৫৬ ভোট পেয়ে। এবং নিপু বড়–য়া ২৩৬ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে কার্য নির্বাহী সদস্য হিসেবে জয় লাভ করেছেন লিটন এরশাদ, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস, তুষার আদিত্য, রেজাইল করিম রেজা, অঞ্জন রহমান, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন এবং লিটন রহমান।
২০১৯-২০২১ মেয়াদে বাচসাসের দ্বিবার্ষিক এই নির্বাচনটিতে সর্ব মোট ৪৬ জন প্রার্থী প্রতিব্দন্দ্বীতা করেছেন। দুইটি প্যানেলের হয়ে লড়াই করেছেন মোট ৪১ জন প্রার্থী। এছাড়া সতন্ত্র প্রার্থী হিসেবে নানা পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৫ জন। সংগঠনটির মোট ৫৩৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৪৬৭ জন সদস্য। এর মধ্যে দুইটি ভোট অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।

গতকাল দুপুর ১২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় জাতীয় প্রেস ক্ল্যাব মিলনায়তনে। টানা ৬ টা পর্যন্ত হলে ভোট গ্রহণ। এরপর সারা রাত ভোট গণনা শেষে আজ শনিবার ভোর ছয়টার দিকে ফল প্রকাশ করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামান হারু। সেসময় আরও চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন । তারা হলেন এরফানুল হক নাহিদ, মাহবুবুর রহমান, আবুল হোসেন মজুমদার এবং কানাই চক্রবর্তী।
উল্লেখ্য, বাচসাস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’।



 

Show all comments
  • জাহিদুল ইসলাম ২৮ জুলাই, ২০১৯, ১২:৪৮ এএম says : 0
    আপনারা লিখেছেন (বাচসাস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সমিতি’।) দেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। ১৯৯৮ ভুল তথ্য।
    Total Reply(0) Reply
  • জাহিদুল ইসলাম ২৮ জুলাই, ২০১৯, ১২:৪৮ এএম says : 0
    আপনারা লিখেছেন (বাচসাস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সমিতি’।) দেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। ১৯৯৮ ভুল তথ্য।
    Total Reply(0) Reply
  • জাহিদুল ইসলাম ২৮ জুলাই, ২০১৯, ১২:৪৮ এএম says : 0
    আপনারা লিখেছেন (বাচসাস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সমিতি’।) দেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। ১৯৯৮ ভুল তথ্য।
    Total Reply(0) Reply
  • জাহিদুল ইসলাম ২৮ জুলাই, ২০১৯, ১২:৪৮ এএম says : 0
    আপনারা লিখেছেন (বাচসাস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সমিতি’।) দেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। ১৯৯৮ ভুল তথ্য।
    Total Reply(0) Reply
  • জাহিদুল ইসলাম ২৮ জুলাই, ২০১৯, ১২:৪৯ এএম says : 0
    আপনারা লিখেছেন (বাচসাস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সমিতি’।) দেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। ১৯৯৮ ভুল তথ্য।
    Total Reply(0) Reply
  • জাহিদুল ইসলাম ২৮ জুলাই, ২০১৯, ১২:৪৯ এএম says : 0
    আপনারা লিখেছেন (বাচসাস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সমিতি’।) দেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। ১৯৯৮ ভুল তথ্য।
    Total Reply(0) Reply
  • Zahidul Islam ২৮ জুলাই, ২০১৯, ১২:৫১ এএম says : 0
    ১৯৯৮ ভুল তথ্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাচসাস

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ