মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কিববেই প্রদেশে গবাদিপশু লুটেরা একটি চক্র সাতটি গ্রামে হামলা চালিয়ে ৬৬ জনকে হত্যা করেছে। স্থানীয় পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর এ কথা জানিয়েছেন। খবর: বাসস।
তিনি বলেন, কয়েক ডজন হামলাকারী মোটরসাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাতটি গ্রামে আক্রমণ চালায়।
আবুবকর বলেন, ‘হামলায় ৬৯ জনের নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।’
হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এই কর্মকর্তা বলেন, হামলায় ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে। আরও মৃত দেহের অনুসন্ধান চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।