Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্টের টুইট মুছে দেওয়ায় নাইজেরিয়ায় টুইটার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১:০৪ পিএম

প্রেসিডেন্টের টুইট মুছে দেওয়ায় টুইটার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। নির্দেশ অমান্যকারীদের আইনের আওতায় আনার হুশিয়ারিও দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, নীতিমালা ভঙ্গের অভিযোগে কয়েকদিন আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

বুধবার (২ জুন) প্রেসিডেন্ট মোহাম্মাদ বুহারির বিতর্কিত একটি মন্তব্য মুছে দেয় টুইটার। যেখানে সরকারের বিরোধিতাকারীদের পরোক্ষভাবে হত্যার হুশিয়ারি দেওয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টুইটটি। কিছুক্ষণ পরই মাইক্রোব্লগিং সাইটটির নীতি লঙ্ঘনের দায়ে ডিলিট করা হয় সেই টুইট।

এরপর শুক্রবার (৪ জুন) রাতেই টুইটার অ্যাকসেস বন্ধ করে দেয় দেশটির মোবাইল অপারেটররা। তবে ভিপিএনসহ বিকল্প উপায়ে ব্যবহার করছে অনেকে। সেকারণেই কঠোর শাস্তির হুমকি দিয়ে বিবৃতি দিয়েছে প্রশাসন।

নাইজেরীয় সরকার শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে সে দেশে টুইটার সাময়িক বন্ধের পেছনে সেটাই একমাত্র কারণ নয়।

সরকারের এমন পদক্ষেপে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। মানবাধিকার কর্মীরা সরকারের এমন সিদ্ধান্তকে জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ