গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পুরান ঢাকার বংশাল থানার সিক্কাটুলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইসরাক হোসেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মৃত ইসরাকের চাচাতো ভাই ইফাত হোসেন বলেন, গতকাল শনিবার রাত দুইটা দিকে ইসরাক মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
ইফাত হোসেন বলেন, কিছুদিন আগে স্টোক করে ইসরাকের বাবা মারা যান। এরপর থেকে তিনি তাদের জুতার কারখানার দেখাশোনা করতেন।
মৃত মোহাম্মদ ইসরাক কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে। তারা পুরান ঢাকার বংশাল থানার সিক্কাটুলী এলাকায় বসবাস করতেন। চার ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ইসরাকের লাশ ময়না তদন্ততের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকেও জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।