পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দৈনিক ইনকিলাব তার জন্ম লগ্ন থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করছে। ইনকিলাব দেশ ও জনগণের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে। এদেশের মানুষের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন ও বিকাশে ইনকিলাব অগ্রণী ভূমিকা পালন করছে। তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইনকিলাব সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ইনকিলাব এখনো ন্যায়ের পথে অবিচল। দৈনিক ইনকিলাবের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মহফিলে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা এ কথা বলেন। শনিবার মতিঝিলের টিকাটুলীতে দৈনিক ইনকিলাব ভবনের তৃতীয়তলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী অনুষ্ঠানটি পরিচালনা করেন। ইনকিলাবের শুরু থেকে কর্মরত সহকারী সম্পাদক এ কে এম ফজলুর রহমান মুনশী শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর পর আরও বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের পরিচালক মো. আব্দুল কাদের, সহকারী সম্পাদক মুনশী আবদুল মাননান, বার্তা সম্পাদক সাকির আহমদ, চিফ রিপোর্টার মো. নূরুল ইসলাম, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে মহাখালিস্থ মসজিদে গাউসুল আজমের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মিলাদ পড়েন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা ও দৈনিক ইনকিলাবের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য মহান আল্লার দরবারে দোয়া করেন। এতে দৈনিক ইনকিলাবের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।