Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর দুর্গাপুরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যসহ আটক ৪

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১০:১৬ পিএম

রাজশাহীর দুর্গাপুরে জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা র‌্যাব-৩ জঙ্গি সেলের অপারেশন টিম। এ সময় তাদের কাছে থেকে ৩টি জিহাদী বই, ২টি মোবাইল ১ টি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র রেজাউল করিম রেন্টু (২৯) ও আয়েন উদ্দিনের পুত্র আল আমিন (১৯)। তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর ঢাকা র‌্যাব ৩ জঙ্গি সেলের অপারেশন টিম বৃহস্পতিবার দুর্গাপুর থানার হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ও আল আমিন নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁদের দুজনেরই বাড়ি উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামে।’

‘ঢাকা র‌্যাব- ৩ জঙ্গি সেলের অপারেশন টিম জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার র‌্যাব সদস্যেরা তাঁদের দুর্গাপুর থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে থানার পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার নান্দিগ্রামের হারুনুর রশীদ (২৮), নিয়মিত মামলার নারিকেল বাড়ীয়া গ্রামের নাইমুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করে। তাদেরও জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ