Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের সমালোচনা মানেই দেশদ্রোহীতা নয় : ভারতের সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১১:৪৫ এএম

ভারতের বর্তমান মোদি সরকারের সময়টা ভালো যাচ্ছে না। করোনা ভাইরাসে যখন দেশের অবস্থা নাজুক তখন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিলো সরকারের সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহীতা নয়। এদিকে করোনার কারণে অসংখ্য মানুষের মৃত্যুতে বিরোধীদলগুলো মোদির তীব্র সমালোচনা করছে।

জানা যায়, ভারতের সুপ্রিম কোর্ট একটি ল্যান্ডমার্ক রায়ে জানিয়ে দিলেন যে, সরকারের সমালোচনা করা মানেই দেশদ্রোহীতা নয়। সরকারের সমালোচনা করার জন্যে সাংবাদিকদের রক্ষাকবচের প্রয়োজন আছে। দেশের নামী সাংবাদিক, পদ্মশ্রী বিনোদ দুয়াকে হিমাচল প্রদেশের একটি মামলা থেকে অব্যাহতি দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে একটি বেঞ্চ এই মন্তব্য করেন। দিল্লির দাঙ্গার সময় মোদি সরকারের সমালোচনা করে ইউ টিউব চ্যানেলে একটি সম্প্রচারের জন্যে হিমাচল প্রদেশে একটি মামলায় বিনোদ দুয়াকে সোপর্দ করা হয়। সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশের পুলিশকে এক আদেশবলে বিনোদ দুয়াকে গ্রেপ্তারে নিরস্ত করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ১৯৬২ সালে একটি মামলায় তদানীন্তন বিচারপতি কেদার নাথ সিং এর একটি রুলিং এর উল্লেখ করেন। সেই রুলিংটিতে বিচারপতি সিং বলেছিলেন, দেশ এবং সরকার সমার্থক নয়। দেশ চালানোর জন্যে সরকার নিযুক্ত হয়।

তাই, সরকারের সমালোচনা কখনোই দেশ বিরোধিতা হতে পারে না। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিরা রাজনীতিবিদদের আর একটু সাহিষ্ণু হতে বলেছেন। ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারাটি বিভিন্ন রাজ্যের সরকার অপপ্রয়োগ করছেন। উল্লেখ্য, সাংবাদিক বিনোদ দুয়া সংবিধানের ১৯ ধারা অনুযায়ী তার স্বাধীন মত প্রকাশের অধিকার খর্ব হচ্ছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন।



 

Show all comments
  • Dadhack ৪ জুন, ২০২১, ১২:৪২ পিএম says : 0
    বাংলাদেশের পাষণ্ড সরকার যুগ যুগ ধরে মানুষের পরে জগন্যতম অত্যাচার করছে কেউ যদি প্রতিবাদ করে তাকে বলা হয় দেশদ্রোহী না হলে জঙ্গি এবং এদেরকে ধরে এমনভাবে টর্চার করা হয় অথবা গুম করা হয় জীবনে কখনো এই লোকগুলি আর তার পরিবারের ফেরত আসে না অথবা জেলের মধ্যে চিরজীবনের জন্য রেখে দেওয়া হয়.
    Total Reply(0) Reply
  • mumtazul karim ৪ জুন, ২০২১, ১:৪৬ পিএম says : 0
    Ekti shikkhoniyo Ray.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ