Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় এবার ১৩৬ স্কুল শিশুসহ ৩ শিক্ষককে অপহরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১০:৫৯ এএম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের একটি ইসলামিক স্কুল থেকে ১৩৬ শিশুকে অপহরণ করেছে দুষ্কৃতিকারীরা। গত রোববার এই ঘটনা ঘটলেও প্রশাসন ও স্কুলটির মালিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার।

গত রোববার নাইজারের সালিহু তানকো ইসলামিক স্কুলে একদল বন্দুকধারী দুষ্কৃতিকারী হামলা করে এবং ৩ শিক্ষকসহ ১৩৬ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। তারা মোটর সাইকেলে করে এসেছিল। অপহরণের সময় স্কুলের একজন কর্মচারী বাধা দিতে এলে তাকে হত্যা করে দুষ্কৃতিকারীরা।

সালিহু তানকো ইসলামিক স্কুলটির স্বত্ত্বাধিকারী ওমর ইদ্রিস মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, অপহৃত শিক্ষার্থীদের সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ, এখন পর্যন্ত ১৩৬ জন শিশুর অভিভাবক তাদের সন্তানদের অপহৃত হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন।
‘আমরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছি এবং অপহৃত শিশুদের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছি।’ এপিকে বলেন উমর ইদ্রিস।

আশিরু আদামু ইদ্রিসা নামের এক অভিভাবক সাংবাদিকদের জানিয়েছেন, তার তিন মেয়েকে চোখের সামনেই অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এদের মধ্যে সবচেয়ে ছোটজনের বয়স মাত্র ৫ বছর।

ইদ্রিসা বলেন, ‘যা ঘটেছে, তা এক কথায় বর্ণনাতীত। আমার চোখের সামনেই আমার মেয়েদের অপরহণ করে নিয়ে গেছে তারা।’
ওমর ইদ্রিস জানান, তার স্কুলে ৩ বছর বয়স থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভর্তি করা হয়। তিনি আরও জানান, অপহরণের পর তাদের নিয়ে স্কুল ত্যাগের আগে ৩ থেকে ৪ বছর বয়সী ১১ শিশুকে ছেড়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। কারণ, তারা এতই ছোট যে ঠিকমতো হাঁটতেও শেখেনি।
স্থানীয় সশস্ত্র দলগুলো প্রতিনিয়ত উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার গ্রামে লুটপাট, গবাদিপশু চুরি এবং মানুষকে জিম্মি করে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সাত শতাধিক শিশু ও শিক্ষার্থী মুক্তিপণের জন্য অপহরণের শিকার হয়েছে।

রাজ্যের সহকারী গভর্নর আল আহমেদ মোহাম্মেদ কেতসো বলেন, নিরাপত্তা সংস্থাগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তিনি আরও বলেন, অপরাধীদের মোকাবিলা করতে নিরাপত্তা বাহিনীর আরও অস্ত্রশস্ত্র প্রয়োজন।

অপহৃত শিশুদের উদ্ধারের বিষয়ে মোহাম্মেদ কেতসো বলেন, ‘অপহৃত শিশুদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’ সূত্র : এপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ