Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শরিয়া আইনের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের ফলেই এ মহামারি : ভারতীয় এমপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ৭:৪২ এএম

শরিয়া আইনের ওপর মোদি সরকারের হস্তক্ষেপ এবং মুসলিমদের প্রতি অন্যায়-অবিচারের ফলেই দেশে করোনা মহামারি এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছে ভারতের সমাজবাদী পার্টির এমপি এসটি হাসান। এজন্য তিনি মোদি সরকারকে দায়ী করেছেন।
এসটি হাসান বলেন, বিগত ৭ বছরে বিজেপি সরকার দেশে এমন আইন তৈরি করেছে যেগুলোর মাধ্যমে শরিয়ার ওপর হস্তক্ষেপ করা হয়েছে। নাগরিকত্ব আইন বানানো হয়েছে, সেই আইনে মুসলিম বাদে সবাই নাগরিকত্ব পাচ্ছে। এসব আইনের ফলে দেশে ঘূর্ণিঝড় হচ্ছে, করোনা মহামারি এসেছে। দেশের কোটি কোটি মানুষের ওপর এর প্রভাব পড়েছে।
তিনি বলেন, মানুষের মরদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে কেউ দেখেছেন? কুকুরকে মানুষের মরদেহ খেতে দেখেছেন কেউ? দুনিয়াতে আর কোথায় মৃতদেহ দাহ করার বদলে নদীতে ফেলে দেওয়া হয়? শ্মশানগুলোতে শবদাহের জন্য কাঠের অভাব দেখা দিয়েছে। আমাদের কী ধরনের সরকার?
তিনি আরো বলেন, যখন মাটিতে থাকা মানুষেরা অন্যায় করে, তখন আকাশ থেকে বিচার করা হয়। আকাশ থেকে বিচার হলে ‘যদি আর কিন্তু” বলে কিছু থাকে না।
এসটি হাসান বলেন, বিজেপি সরকারের আমলে গরিব মানুষকে তাদের অধিকার দেওয়া হচ্ছে না। ধনীরাই শুধু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। সরকার যেভাবে কাজ করছে আগামী দিনে দেশে আরও বড় ধরনের বিপর্যয় আসবে।
ড. হাসান বলেন, সিএএ আর এনআরসি-র মাধ্যমে দেশের মুসলিমদের নিশানা করা হচ্ছে। সরকার ধর্ম বৈষম্য তৈরির জন্য আইন করছে।
তিনি আরও বলেন, ভারতের মানুষের বিশ্বাস, কিছু অতিপ্রাকৃত বিষয়ের অস্তিত্ব রয়েছে যা বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং ন্যায়বিচার করে। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • Abul Hossain ৪ জুন, ২০২১, ৮:১৯ এএম says : 0
    বিজেপি সরকার কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে,গরু জবাই করলে মুসলমানদের খুন করছে, এনা আর সি র মাধ্যমে মুসলমানদের রাষ্ট্রহীন করছে,এইসবের বিচার আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা দুনিয়াতে ও করবেন,পরকালে ও করবেন।
    Total Reply(0) Reply
  • মোঃ নাজমুল ইসলাম ৪ জুন, ২০২১, ৯:২০ এএম says : 0
    কেউ মেনে নিক বা না নিক এটাই সত্য কথা। মোদির পাপ আসমান ছুয়ে গেছে আর তার পাপের ফল ভোগ করছে গোটা ভারতবাসী।
    Total Reply(0) Reply
  • ক্ষণিকের মুসাফির ৪ জুন, ২০২১, ৯:২১ এএম says : 0
    যুগে যুগে যারাই মুসলমানদের বিরুদ্ধে নিপীড়ন চালিয়েছে তারাই এভাবে আজাব ভোগ করেছে। পরকালে তো কঠিন শাস্তি আছেই।
    Total Reply(0) Reply
  • Rabiul Alam Liton ৪ জুন, ২০২১, ১০:৪৫ এএম says : 0
    আবু জেহেল, আবু লাহাবরা বেঁচে থাকলে তাঁরাও লজ্জায় মরে যেতো।
    Total Reply(0) Reply
  • abul kalam ৪ জুন, ২০২১, ২:৪১ পিএম says : 0
    হিটলারকে ছাড়িয়ে গেছে মুদি, হিটলার ইহুদী মেরেছে যথার্থ কারণে, মুদী গুজরাটে ১০ হাজার মুসলমান- হত্যা করলো বিনা কারনে
    Total Reply(0) Reply
  • Ali hossain ৪ জুন, ২০২১, ১১:৩৪ পিএম says : 0
    মোদির ধ্বংস কামনা করি। ভারতে থেকে যত তাড়াতাড়ি সম্ভব তার পতন তরান্বিত কামনা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ