Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১১ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৩২৯ গ্রাম স্বর্ণসহ আব্দুস সাত্তার নামে এক চোরাকারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত বুধবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল স্বর্ণসহ তাকে আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র স্বর্ণ পাচার করতে পারে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই-এর একটি দল বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৬টায় স্বর্ণ চোরাকারবারি সদস্যরা স্বর্ণ হস্তান্তরের সময় এনএসআই-এর দলটি আব্দুস সাত্তার নামে এক চোরাকারবারিকে আটক করে। তিনি ফ্লাই দুবাই এয়ারলাইন্সে দুবাই থেকে দেশে আসেন। এ সময় তাকে তল্লাশি করে ১ কেজি ৩২৮ গ্রাম স্বর্ণসহ ৫টি আইফোন ও ৩টি ট্যাব জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ