Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার নন্দীগ্রামে শত্রুতার বিষে মরে ভেসে উঠলো ৭ লাখ টাকার মাছ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৬:১৩ পিএম

ব্যাক্তি আক্রোশের জেরে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় এক মৎস্য চাষির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ৭ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি মৎস্য চাষি আলম হোসেনের। গত মঙ্গলবার (১ জুন) রাতে নন্দীগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নামুইট গ্রামে লিজকৃত আলম হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৌরসভার নামুইট গ্রামে ১২০ শতক পুকুর লিজ নিয়ে মৎস্যচাষী আলম হোসেন রুই, সিলভার, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। মঙ্গলবার রাতে কোনো এক সময় পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি মৎস্য চাষি আলম হোসেনকে অবগত করেন।

মৎস্যচাষী আলম হোসেন বলেন, পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে প্রায় ৭ লাখ টাকার মাছ মারা গেছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ