Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে এক মুদির দোকানীকে জবাই করে হত্যা

হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৩:৫৯ পিএম

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামস্থ জিন্নাত আলী চৌধুরী বাড়ি ঘাটা এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা সরোয়ার আজম (২৬) নামে এক মুদির দোকানীকে জবাই করে হত্যা করা হয়েছে। সে ঐ এলাকার মৃত মুক্তিযোদ্ধা সামশুল আলমের পুত্র।

স্থানীয় সূত্রগুলো জানায়, উক্ত সরোয়ার আজম নিত্য দিনের মত দিনভর ব্যবসা করে দোকানেই রাত যাপন করে আসছিল। প্রতিদিনের মত নির্দিষ্ট সময়ে ঘুম থেকে না উঠায় পাশের লোকজন এসে তাকে হাকডাক করে ঘুম থেকে উঠানোর চেষ্ঠা করে। কিন্তু এতেও জাগানোর চেষ্টা ব্যর্থ হলে দরজা খুলে দেখতে পায় সরোয়ারের জবাইকরা মরদেহ।

পরে স্থানীয় জনগন এ হত্যাকান্ডের বিষয়টি হাটহাজারী মডেল থালা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনার তদন্ত চালাচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ