বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের হাটহাজারীতে ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ দু্জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা শুনানি শেষে এ নির্দেশ দেন। একই আদালত হেফাজতের আহ্বায়ক জুনাইদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে দুই মামলায় এবং নুরুল ইসলাম নামের হেফাজতের আরেক নেতাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন।
পুলিশ জানায় হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে সহিংসতার দুই মামলায় তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ এপ্রিল গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। আফতাব উদ্দিন নামের হেফাজতের আরেক কর্মীর তিন মামলায় তিন দিন করে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। গত বৃহস্পতিবার জেলার ফটিকছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নুরুল ইসলাম হেফাজতের হাটহাজারী পৌরসভার শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক ছিলেন। গত ২১ মে রাতে র্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ন কবির বলেন, হেফাজতের ইসলামের চারজন নেতাকে রিমান্ড মঞ্জুর ও গ্রেপ্তার দেখান আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।