Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জীবনের নিরাপত্তায় মুসার স্ত্রীর জিডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০০ এএম

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাÐের ঘটনায় আদালতে সাক্ষ্য দেওয়ার একদিন পর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বহুল আলোচিত সন্দেহভাজন কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার স্ত্রী পান্না আক্তার। গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়া থানায় পান্না আক্তার এই জিডি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, ২০১৬ সালে অজ্ঞাতনামা ব্যক্তিরা পান্না আক্তারকে বিভিন্ন নম্বর থেকে কল করে হুমকি দেন। তখন তিনি ওই নম্বর সংরক্ষণ করতে পারেননি। আদালতে সাক্ষ্য দেয়ার কারণে অজ্ঞাতনামা ব্যক্তিরা ক্ষতি করতে পারেন, সে আশঙ্কায় তিনি জিডি করেছেন। তার আগে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন পান্না। এতে তিনি মিতু হত্যায় তার স্বামী জড়িত থাকার বিষয় উল্লেখ করেন। ২০১৬ সালের ৫ জুন নগরীর ও আর নিজাম রোডে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। পাঁচ বছর পর আলোচিত এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন তার স্বামী বাবুল আক্তার। হত্যাকান্ডের কয়েক দিন পরই তদন্তে মুসার নাম চলে আসে। বাবুল আক্তার চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালনকালে তার সোর্স হিসেবে পরিচিত ছিলেন মুসা। দুই আসামি জবানবন্দিতে জানিয়েছে, মুসার নির্দেশে মিতুকে হত্যা করা হয়। পরে তাকে ধরতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। এখনও তার সন্ধান মেলেনি। মুসার স্ত্রীর দাবি, পুলিশের লোকেরাই তাকে তুলে নিয়ে গেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিডি

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ