Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেক হাসপাতালে করোনায় একদিনে মৃত্যু ১১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ৭:২০ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু থেমে নেই। দিন দিন এই ইউনিটে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে মারা যায় ১১ জন । এর আগে গত শনিবার থেকে রোববার পর্যন্ত হাসপাতালের এই করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কার্যালয়ে মৃতদের নামের তালিকার খাতায় এই নামগুলো উঠে এসেছে। খাতায় থাকা তথ্য অনুযায়ী, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলো- রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকার মজিজন বিবি ও অপরজন হলেন চাঁপাইনবাবগঞ্জের মাহাতাব হোসেন।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বাকি ৯ জন হলেন- রাজশাহী নগরীর কাটাখালী এলাকার মনজুরা, নাটোরের জমসেদ, কামাল খান, শাহাবুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের সোনাভান বিবি, শিরিনা বেগম, নাজমা বেগম এছাড়াও নওগাঁর আরেকা খানম ও মাজেদ ।

তিনি জানান, হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ২১৫ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ৯১ জনের। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ