Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘ইন্ডিয়ান আইডল’ ঘিরে বিতর্ক বাড়িয়ে দিলেন সুনিধি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৩:৪৫ পিএম

ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে বিতর্ক কয়েক গুণ বাড়িয়ে দিলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। ওই শো-এর পঞ্চম এবং ষষ্ঠ সিজনের বিচারকের আসনে ছিলেন সুনিধি। কিন্তু তার পর অফার থাকলেও, আর ওই শো-এর বিচারকের দায়িত্ব পালন করতে চাননি তিনি। শো-এর নির্মাতারা যা চেয়েছিলেন, তা তিনি করতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রকাশ্যে জানালেন গায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিধি বলেন, “সকল প্রতিযোগীর প্রশংসা করতে হবে, এমন বলা হয়নি ঠিকই। কিন্তু বিচারকদের কী কী করতে হবে, তা নির্মাতারাই ঠিক করে দেন। সে কারণেই ওই শো আর করিনি। কারণ ওরা যেটা বলবেন, তার সঙ্গে আমার মতের মিল নাও থাকতে পারে। সে কারণেই আর কোনও রিয়ালিটি শোতেই বিচারকের দায়িত্ব নিই না।”

কোন প্রতিযোগীর প্রশংসা করা হবে, আর কাকে প্রশংসা করা হবে না, এই সিদ্ধান্ত বিচারকরা নেন না কেন? নির্মাতারা সব কিছু কেন ঠিক করে দেন? এ প্রশ্নের উত্তরে সুনিধি বলেন, “আমার তো মনে হয়, দর্শককে ধরে রাখতেই এসব করেন ওরা। আর এই পদ্ধতিতে বোধহয় কাজও হয়।”

উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশাল এপিসোড টেলিকাস্ট হওয়ার পরই শিরোনামে এই শো। ওই শো-এ উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। প্রতিযোগী এবং বিচারকদের পারফরম্যান্স নিয়ে প্রচুর সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। প্রথমে অমিত প্রশংসা করলেও, পরে তিনি জানান, পারিশ্রমিকের বিনিময়ে গান ভাল না লাগলেও তিনি প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এরপর অমিতের সমালোচনা করেন ওই শো-এর উপস্থাপক আদিত্য নারায়ণ। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী অভিজিৎ সায়ন্ত, ইন্ডিয়ান আইডল-এর পঞ্চম সিজনের প্রতিযোগী মেইয়াং চ্যাঙ্গ এ বিষয়ে মুখ খোলেন।

এই ধরনের রিয়ালিটি শো-এ দর্শকের মনোরঞ্জনের জন্য জোর করে নির্মাতারা কিছু অতি নাটকীয় মুহূর্ত সৃষ্টি করেন। এ কথা অভিজিৎ এবং চ্যাঙ্গ দুই আলাদা সিজনের প্রতিযোগী স্বীকার করেছেন। আবার নির্মাতাদের কথাতেই যে বিচারকরা রায় দেন, অমিতের এ হেন অভিযোগকে কার্যত মান্যতা দিলেন সুনিধি।



 

Show all comments
  • Ajit Das ৩ জুন, ২০২১, ১:৫১ পিএম says : 0
    I didnt her name,Kolkata contestant was the best than any one or two in the present season.I was then felt sad for her. Why did she left out I didnt know.I am so for the act.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতর্ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ