মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিল করা হয়েছে।ভার্চুয়াল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কে অংশ নিতে রাজি নন, তা আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এবার প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন আগামী ১৫ অক্টোবর প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের মধ্যকার দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে। কমিশন এখন আগামী ২২ অক্টোবরের তৃতীয় ও চূড়ান্ত বিতর্কের প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে। -সিএনএন
গত বৃহস্পতিবার সকালে কমিশন জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু কোভিডে আক্রান্ত, ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি হবে। বাইডেন শিবির কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে পরবর্তী বিতর্ক নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে। বাইডেনের নির্বাচনী প্রচার কমিটির মুখপাত্র অ্যান্ড্রু বেটস এক বিবৃতিতে বলেন, একমাত্র যে বিতর্কে ভোটাররা প্রশ্ন করার সুযোগ পান, সেই বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানালেন ট্রাম্প। এটি অবশ্য অবাক করার মতো কিছু নয়। প্রথম বিতর্কে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুপ্রিম কোর্ট, অর্থনীতি ও চলমান বর্ণবাদ কেন্দ্রিক সহিংসতা নিয়ে যুৎসই জবাব দিতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
সিএনএন সহ অন্যান্য মার্কিন গণমাধ্যমগুলোতে বাইডেন প্রথম বিতর্কে ভালো করেছেন বা এ নিয়ে জনমত জরিপে এগিয়ে আছেন বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রজ্ঞা, মেধা ও সহনশীলতাসহ অনেক কিছু সম্পর্কে ধারণা পায় ভোটাররা। ভোটের ওপর বিতর্কের যথেষ্ট প্রভাব পড়ে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।