প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সারাদেশে নারীর প্রতি সহিংসতাসহ নানা ধরনের নিপীড়ন আমাদের শঙ্কিত করে তুলছে। দেশে একদিকে যেমন উন্নয়নের অগ্রযাত্রার কথা বলা হচ্ছে অন্যদিকে প্রতিহিংসা, সহিংসতা, নির্যাতন, নারী-নিপীড়নের ঘটনা নিয়ন্ত্রণ করতে আমরা হিমশিম খাচ্ছি। যা তীব্র সামাজিক সংকট তৈরি করছে। এমনই এক প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ভিন্নমাত্রার নিপীড়ন বিরোধী বিতর্ক জাতীয় প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিকল্পনা ও পরিচালনায় বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষাথীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠানটি সাপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার সকালে এটিএন বাংলায় প্রচার হবে। প্রবাসীদের জন্য এই রিয়েলিটি শো শনিবার মধ্যরাতে পুনপ্রচার করা হবে। প্রতিযোগিতা অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করে পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, সম্প্রতি ফেনীর মাদ্রাসা ছাত্রী কিশোরী নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যার ঘটনা নারীর প্রতি সহিংসতা এক বিভীষিকা তৈরি করেছে। পরিবার, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সবজয়গায় নারীরা প্রতিহিংসার শিকার হচ্ছে। এই ধরনের নির্যাতন বন্ধে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। তিনি আরও জানান, উক্ত প্রতিযোগিতায় অতিথি ও বিচারক হিসেবে নীতিনির্ধারক, নারীনেত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রগ্রহণ করবেন। বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে। আবেদনের ঠিকানাÑপরিচালক, নিপীড়ন বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভেনিউ, এটিএন বাংলা ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।