Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালিয়াতির অভিযোগে সউদী যুবরাজের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১২:০৪ এএম

জালিয়াতির অভিযোগে সউদী আরবের এক যুবরাজকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তিনি পৌরসভা, পল্লী ও গৃহায়ণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
আদালতের রায়ে বলা হয়েছে, দোষী যুবরাজ বেআইনিভাবে ‘রয়েল হাইনেস’ উপাধি ব্যবহার করতেন। তিনি রাজপরিবারের সদস্য হলেও এই উপাধি ব্যবহারের অধিকার রাখেন না। কারণ, এই উপাধি শুধুমাত্র বাদশাহ আবদুলআজিজ আল সউদের বংশধরদের জন্য প্রযোজ্য। একই আদালতে জালিয়াতির অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জেনারেলকে আট বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত স্বার্থে প্রশাসনিক কর্তৃত্ব এবং তার অবস্থানকে অপব্যবহার করেছেন। পাশাপাশি তাকে ১ কোটি ৬০ লাখ সউদী রিয়ালও জরিমানা করা হয়েছে।

আদালতে একই মামলায় জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও কারাদণ্ডের সাজা দেয়া হয়। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মেজর জেনারেলকেও জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে ব্যক্তিগত ও বাণিজ্যিক লাভ অর্জনে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল। এ ছাড়া আরও চার কর্মকর্তাকে অর্থদণ্ডসহ তিন থেকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়।

সউদী আরবের আরেকটি আদালত কারাগারের জেনারেল ডিরেক্টরেটে কর্মরত এক নিরাপত্তা কর্মকর্তাকে ৩০ হাজার রিয়াল জরিমানাসহ দুই বছর দশ মাস কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন বন্দীকে সেবা ও সুযোগ-সুবিধা দেয়ার বিনিময়ে ওই বন্দীর স্ত্রীকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সূত্র : মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ