Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, শ্যালিকাকে বিয়ে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১:১৭ পিএম

একদিকে বিয়ের উৎসব অন্যদিনে অন্ধকার ঘরে পড়ে আছে বোনের লাশ। কারণ কনে বিদায়ের আগে লাশের দাহ করার নিয়ম নেই।

জানা যায়, বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। চার দিকে আনন্দের পরিবেশ। মালাবদলের অনুষ্ঠান সবে শুরু হবে। ঠিক তখনই আচমকা অসুস্থ হয়ে পড়লেন কনে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল তার। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন যুবক।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে। গত বৃহস্পতিবার সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুরভীর। মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে।

ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষ সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

এই প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ জানান, ‘আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটা খুবই অদ্ভুত ঘটনা। যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে তখন পাশের অন্ধকার ঘরে আর এক বোনের মৃতদেহ শোয়ানো রয়েছে।’ কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে পরিবার। সূত্রঃ আনন্দবাজার



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ৩০ মে, ২০২১, ৩:৫৭ পিএম says : 0
    এই দরনের লোক আজকের দিনে পাওয়া যাবে না,পাত্র পক্ষের লোকজন এবং পাত্রকে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • মানারাত ৩০ মে, ২০২১, ৪:০৭ পিএম says : 0
    একটা বিয়ে আয়োজন অনেক খরচের ব্যাপার। তাই ভালো হয়েছে।
    Total Reply(0) Reply
  • মেহের আলী ৩০ মে, ২০২১, ৪:০৮ পিএম says : 0
    ভারতেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। তবে ভালো...
    Total Reply(0) Reply
  • Azimul Islam Zunaid ৩০ মে, ২০২১, ৫:২৬ পিএম says : 0
    মানবতা আজও বেচে আছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ