Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিব মোহামেডানের অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৯:৩১ পিএম

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু তাই নয়, মাঠে সাকিবকে দেখা যাবে অধিনায়কত্বও করতে। ডিপিএল’কে সামনে রেখে শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোহামেডানের জার্সি উন্মোচন ও দল ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানেই অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়। পরে সাকিব উন্মোচন করেন ডিপিএলে মোহামেডানের এবারের জার্সি।

এ সময় সাকিব বলেন, সমর্থকদের প্রত্যাশা মেটানোর যোগ্যতা মোহামেডানের এবারের দলটির রয়েছে। নিজেদের সেরাটা দিতে পারলে, শিরোপা জেতা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার শীর্ষে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা। যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং তা ধরে রাখতে পারি। সেটা আমাদের জন্য ভালো হয়।’

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এই লিগ মাঠে গড়াচ্ছে এক বছরেরও বেশি সময় পর। বদলে গেছে ফরম্যাটও। এবার ওয়ানডে নয়, ডিপিএল হবে টি-টোয়েন্টি সংস্করণে। এই ফরম্যাটে দলগুলোর পার্থক্য কম থাকবে বলে মনে করেন সাকিব। তার কথায়, ‘ যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট, এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না। দিনে যে ভাল খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং তা ধরে রেখে এগিয়ে যেতে পারি লক্ষ্যের দিকে।’

অনুষ্ঠানে মোহামেডানের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং এবারের লিগে দলের সাফল্য কামনা করেন। ৩১ মে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান খেলবে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ