Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৬:৫১ পিএম | আপডেট : ৭:২৯ পিএম, ২৯ মে, ২০২১

সউদী আরব করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল, এর মধ্যে ১১টি দেশের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। -রয়টার্স, এসপিএ

আগামীকাল রোববার থেকে ঘোষণা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও জাপান থেকে আসা ভ্রমণকারীরা সউদী আরবে প্রবেশ করার অনুমতি পাবেন। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সি (এসপিএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই খবরটি জানিয়েছে। তবে এসব দেশে থেকে সউদী আরবে যাওয়ার পর নিয়ম অনুযায়ী তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লিখিত দেশগুলোয় এখন করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর সউদী আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ