Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহারাষ্ট্রে ভবন ধসে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ১১:৩৭ এএম

ভারতের মহারাষ্ট্রের থানেতে একটি ভবন ধসে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও তিন থেকে চারজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে। শুক্রবার (২৮ মে) গভীর রাতে থানের উলহাসনগরে এ ঘটনা ঘটে। এদিকে ধসের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে থানে পৌর করপোরেশন (টিএমসি) জানায়, একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কিছু লোক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান সন্তোষ কদমের মতে, উলহাসনগরের নেহেরু চক এলাকার সাঁই সিদ্ধি ভবনের পঞ্চম তলার স্ল্যাব ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। স্ল্যাবগুলোর নিচে চাপা পড়েই তাদের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ