Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেলের নির্বাচনে পরিচালক পদে দ্বিগুণ প্রার্থী!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ৮:৩৪ পিএম

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের আসন্ন নির্বাচনে ৩০ পরিচালক পদের জন্য দ্বিগুণ ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম ক্লাবটিতে নির্বাচন হচ্ছে। তাই সরাসরি ভোটের লড়াইকে কেন্দ্র করে এখন আনন্দঘন পরিবেশ শেখ রাসেল ক্লাবে।

শেখ রাসেল ক্রীড়া চক্র মূলত ফুটবলভিত্তিক ক্লাব। ফুটবল খেলা দিয়েই তারা দেশে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এই ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় ২০১৪ সালে। লিমিটেড কোম্পানির প্রথম সভাপতি ছিলেন নুরুল আলম চৌধুরী। যিনি ২০০১ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৫ সালে গঠনতন্ত্র সংশোধন করে ক্লাবটি সভাপতির পরিবর্তে শীর্ষপদ হিসেবে চেয়ারম্যান প্রবর্তন করে। ছয় বছর এভাবেই ছিল। চলতি বছর পুনরায় গঠনতন্ত্র সংশোধন করে সভাপতি পদ বিলুপ্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ