বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউপির সুজাবাদ উত্তর পাড়া মাদরাসার বদলী (বিকল্প ) হিসেবে দায়িত্ব পালনকারী বয়োবৃদ্ধ নৈশ প্রহরী জয়নাল আবেদীন (৭০) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সে খুন হয়। শুক্রবার মাদরাসার একটি কক্ষ থেকে নিহত জয়নাল আবেদীনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাজাহানপুর থানার পুলিশ জানায়, নিহত জয়নাল খোট্টাপাড়া এলাকার মৃত মীর বক্সের ছেলে । এছাড়া জয়নালের ছেলে আবুল কাশেম (৪০) ছিলো মাদরাসার নিয়োগ প্রাপ্ত নৈশ প্রহরী। কিছুদিন আগে সে অসুস্থ্য হয়ে দায়িত্ব পালনে অপারগ হলে তার বদলী (বিকল্প) হিসেবে দায়িত্ব পালন করছিল বয়োবৃদ্ধ জয়নাল আবেদীন।
প্রাথমিকভাবে জানা যায়নি কেন এই নৃশংস হত্যা ? তবে জয়নালকে সরিয়ে ওই পদে নিয়োগ প্রত্যাশী কেউ এই হত্যার পেছনে থাকতে পারে এমন সম্ভাবনা সহ বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।