Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ৩:১০ পিএম

ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য কলাইকুন্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কর্মসূচি ঠিক থাকলেও মমতা সম্ভবত ওই বৈঠকে যাচ্ছেন না। বিষয়টি রাতেই দিল্লিকে জানানো হয়েছে বলে আজ শুক্রবার (২৮ মে) উল্লেখ করেছে আনন্দবাজার।

আজই বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ের রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তিনি পাঠিয়ে দেবেন মোদিকে। ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শনে শুক্রবার (২৮ মে) সাগরদ্বীপে গিয়েছিলেন মমতা। সেখানেই তিনি এ সিদ্ধান্ত জানান বলে উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা। আজই বৈঠকটি হওয়ার কথা ছিল।

প্রতিবেদনে বলা হয়, সাগরদ্বীপে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীসহ ১২ জন প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মমতা। তাকে প্রশ্ন করা হলে জানিয়ে দেন ইয়াস নিয়ে কলাইকুণ্ডার বিমানঘাঁটিতে নরেন্দ্র মোদীর বৈঠকে হাজির থাকবেন না তিনি। এর আগে, মমতার আপত্তির মূল কারণ হিসেবে বলা হয়, মোদির বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতির সম্ভাবনা। দিল্লি থেকে জানানো হয়েছিল, বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এই রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই তালিকা জানার পরে মুখ্যমন্ত্রী মমতা বেঁকে বসেন। তার যুক্তি, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যপাল বৈঠকে থাকবেন, তা না-হয় বোঝা গেল। কিন্তু শুভেন্দু অধিকারী থাকবেন কেন? মমতার এই আপত্তির কথা রাতেই প্রধানমন্ত্রীর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ