Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গমে রাজী না হওয়ায় স্ত্রী ও তিন সন্তানকে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১১:৩০ এএম

বারবার সঙ্গমের চেষ্টা করেছে স্বামী। প্রতিবারই প্রত্যাখ্যান করেছে সে। শেষপর্যন্ত ২৮ বছরের ডলিকে গুলিতে ঝাঁঝরা হতে হলো। অপরাধ তার স্বামীর সঙ্গমের প্রস্তাবে রাজি না হওয়া। ৩৫ বছর বয়স্ক স্বামী অবশ্য তাতেই থেমে থাকেনি। তিন সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেলে দেয় সে। পাঁচ বছরের সানিয়া, তিন বছরের বংশ ও দেড় বছরের অসমীতার আর কোনও খোঁজ মেলেনি। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের বাসেদি গ্রামের এই নৃশংস ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে পাপ্পুকে।

জেরায় সে জানিয়েছে যে, গত ১৫ দিন ধরে সে স্ত্রীর সঙ্গে সঙ্গম করার চেষ্টা করে গেছে। কিন্তু স্ত্রী রাজি না হওয়ায় সে স্ত্রীকে গুলি করে মেরেছে। রাগের মাথায় সন্তানদের গঙ্গায় ছুড়ে ফেলেছে। উল্লেখযোগ্য, দশ বছর আগে পাপ্পুর দাদার সঙ্গে ডলির বিয়ে হয়েছিল। দাদার মৃত্যুর পর দেবর পাপ্পু বৌদি ডলিকে বিয়ে করে।

বিশিষ্ট মনোবিদ ডা. অমরনাথ মল্লিকের মতে, অবদমিত কাম মানুষকে অনেক সময় পশুতে পরিণত করে। সেই সময় সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। তার থেকেই সম্ভবত এই বিপত্তি।



 

Show all comments
  • Azad mullah ২৮ মে, ২০২১, ১:২২ পিএম says : 0
    রকক যখন ভকক হয়ে যায় তখনই এই অবস্থা হয়ে থাকে যোগির রাজ‍্যে আইনের সবচেয়ে অবনতি তাই উততর প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি খুনখারবি সংগঠিত হয়ে থাকে তার জন্যে প্রথমে উততর প্রদেশের রাষ্ট্র প্রধান যোগি ও ভারতের রাষ্ট্র প্রধান মুদিকে ও ঐ যগন‍্য নিষটুর পাষন্ড খুনিকে আইনের আওতায় এনে প্রকাশ‍্যে মির্তু দন্ত দিয়ে ভারতের মতো দেশের আইন শ্রিলংঙ্কাকে রক্ষা করতে হবেন না হয় যে ভাবে ভারতের নদীতে লাশ আর লাশের মিছিল কিছু দিন পর ভারতের রাস্তায় ও লাশের মিছিল পড়ে থাকতে দেখা যাবে
    Total Reply(0) Reply
  • সার্ভেয়ার লুৎফর রহমান ২৮ মে, ২০২১, ৭:১৫ পিএম says : 0
    বিষয়টা বিশ্বাস যোগ্য মনে হচ্ছে না। অন্য কারন থাকতে পারে।
    Total Reply(0) Reply
  • MD AH Azim ২৮ মে, ২০২১, ৭:১৬ পিএম says : 0
    যত অমানুষ সব ভারতে।
    Total Reply(0) Reply
  • Saddam Hossain ২৮ মে, ২০২১, ৭:১৬ পিএম says : 0
    হায়রে ভারত----!!!!
    Total Reply(0) Reply
  • রেজাউল করিম ২৮ মে, ২০২১, ৭:১৭ পিএম says : 0
    মানুষ দিন দিন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। হিংস্রতা জানায়োরকেও হার মানাচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ