বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের কঠিন এই সময়ে কিছু দেশ মাঠে দর্শক ফেরালেও স্পেন সে সাহস এখনও দেখায়নি। তবে দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর দর্শক মাঠে ফেরাচ্ছে স্পেন। আগামী ৪ জুন ক্রিস্টিয়ানো রোনালদোদের বিপক্ষে ম্যাচটি খেলবে স্পেন। অ্যাটলেটিকো মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে ২০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে স্প্যানিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে রয়টার্স। মাদ্রিদের স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬৭ হাজার। কোভিড-১৯ বিধি নিষেধের কারণে এর ৩০ শতাংশ দর্শককে অনুমতি দেওয়া হবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচের অন্যটি লিথুয়ানিয়ার বিপক্ষে খেলবে স্পেন, আগামী ৮ জুন।
ইউরো চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রæপে সুইডেন, পোল্যান্ড ও সেøাভাকিয়ার বিপক্ষে খেলবে স্পেন। তাদের প্রতিটি ম্যাচই হবে সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে। যেখানেও ধারণ ক্ষমতার ৩০ শতাংশ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।
ইউরোর এবারের আসর ম‚লত হওয়ার কথা ছিল গত বছর। করোনাভাইরাসের প্রকোপে এক বছর পিছিয়ে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।