Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ ম্যাচও গুরুত্বপূর্ণ: মিরাজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ৯:২৩ পিএম

ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। আগামী শুক্রবার (২৮ মে) মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি নিয়মরক্ষার মনে করা হলেও তা কিন্তু নয়। কারণ বিশ্বকাপ সুপার লিগের অংশ প্রতিটি ম্যাচ, যেখানে বরাদ্দ থাকে ১০টি করে পয়েন্ট।

বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রথম দুই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মেহেদী হাসান মিরাজ বললেন, শেষ ম্যাচকেও সমান গুরুত্ব দিচ্ছেন তারা। তাই সর্বশক্তি দিয়েই ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ। মিরাজ বললেন, ‘আমাদের গা ছেড়ে দেওয়ার কিছু নেই, এখানে কিন্তু পয়েন্টের খেলা। এখন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। দশটা পয়েন্ট, আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ।’

এই বাঁহাতি স্পিনারের ব্যাখ্যা, ‘কারণ এটা (পয়েন্ট) বিশ্বকাপের জন্য খুবই মূল্যবান। এখন কিন্তু বাছাইপর্ব চলছে, যারা সেরা সাতে থাকবে তারাই বিশ্বকাপ খেলবে। আমি মনে করি, আমরা সিরিজ জিতেছি এটা আমাদের জন্য অনেক ভালো একটা অর্জন, শ্রীলঙ্কার সঙ্গে প্রথমবার সিরিজ জিতলাম। তার সঙ্গে দশটা পয়েন্টও। এরপরে হয়তো আমাদের আরও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে হবে। আমরা এই দশটা পয়েন্ট পেয়ে যাই, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে।’

শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর মোট ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠেছে বাংলাদেশ। পেছনে ফেলেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে। তাদের সবার পয়েন্ট ৪০। ব্যবধানটা ২০ পয়েন্টে বাড়াতে পারলে মন্দ হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ