মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হামাস ও ইসরাইলের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি আরও কার্যকর করতে মধ্যপ্রাচ্যে আরও একটি কনস্যুলেট খোলার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন। অবরুদ্ধ গাজা পুনর্নির্মাণে সহায়তা দিতে নতুন ত্রাণ তৎপরতা চালাতে জেরুজালেমে এই কনস্যুলেট খোলা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম কনস্যুলেট সরিয়ে নেন। ফিলিস্তিনিদের সঙ্গে ক‚টনৈতিক চ্যানেল হিসেবে এই কনস্যুলেট বন্ধ করে দেওয়ায়ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা। আবারও ওই কনস্যুলেট চালুর কাজ এগিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রæতি দিয়েছেন অ্যান্টনি বিøনকেন। পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর অ্যান্টনি বিøনকেন বলেন ফিলিস্তিনের উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তা হিসেবে ২০২১ সালে আরও সাত কোটি ৫০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। গাজায় তাৎক্ষণিক দুর্যোগ মোকাবিলার ত্রাণ হিসেবে দেওয়া হবে ৫৫ লাখ ডলার। আর জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় দেওয়া হবে তিন কোটি ২০ লাখ ডলার। তবে এসব অর্থ যেন কোনওভাবেই হামাস ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্য সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিসর ও জর্ডান সফর করবেন তিনি। তার সফর উপলক্ষে গাজার বেসরকারি খাতের জন্য ওষুধ, তেল এবং খাবার প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। অ্যান্টনি বিøনকেন বলেন জেরুজালেমে মার্কিন কনস্যুলেট পুনরায় খোলা হবে ফিলিস্তিনি জনগণের সঙ্গে যোগাযোগ ও তাদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপায়। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন জেরুজালেমের কনস্যুলেটকে মার্কিন দ‚তাবাসের সঙ্গে একীভ‚ত করে নেয়। পরে ওই দ‚তাবাস তেল আবিব সরিয়ে নেওয়া হয়। দীর্ঘদিনের মার্কিন নীতির এই ব্যত্যয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা। মার্কিন দ‚তাবাস আবারও জেরুজালেমে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নেই। তবে মেয়াদের প্রথম দিকেই তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক মেরামতে মনোযোগী হয়েছেন। রয়টার্র্র্র্র্র্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।