Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার করোনা থেকে বাঁচতে বিমান ভাড়া করে বিয়ে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ৫:১৭ পিএম

করোনাভাইরাসের বিধিনিষেধ থেকে বাঁচতে ভারতের এক দম্পতি বিমান ভাড়া করে বিয়ে করেছেন। এসময় তাদের সঙ্গে ১৭০ জন অতিথিও উপস্থিত ছিলেন। এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। জানা যায়, আকাশে উড্ডয়নরত অবস্থায় বিয়ে করেছেন তারা।

এর মূল উদ্দেশ্য ছিলো করোনাভাইরাসের বিধিনিষেধ থেকে দূরে থেকে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা। টিআরটি ওয়ার্ল্ডের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও তে দেখা যায়, বিমানে সবাই উৎসবমুখর পরিবেশে দুইজনের বিয়ের আয়োজন করেছে। এসময় বর কনে সবার মাঝে দাড়িয়ে মালা পরিবর্তন করেছেন। তবে ঘটনাটিকে ভালোভাবে নেয়নি ভারতীয় বিমান কর্তৃপক্ষ। ফ্লাইটের ক্রু সদস্যদের বিরুদ্ধে এ নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৬ মে, ২০২১, ৬:০৬ পিএম says : 0
    আপচয়কারী একদিন নিপাত হয়ে যায়,আর বিমানে উঠে বিয়ে করলে করনা আসবে না এবং আক্রান্ত অথবা আক্রম করবেনা,কি করে বুঝতে পারলেন,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ